শিরোনাম
শাবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৬:৩০
শাবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থসহ তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারিপরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে মামলাটি শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তরও করা হয়েছে।


এ ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে রবিবার দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এই আদেশ দেন।


পার্থ ছাড়াও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান রুদ্র ও একই বর্ষের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ ছাত্র রিয়াদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা দুইজনই পার্থর অনুসারী ছাত্রলীগ কর্মী।


উল্লেখ্য, গত ৮ এপ্রিল শাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রী ঘুরতে গেলে ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের হাতে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মো. মোহিতুল হকের আদালত ওই দিনই জ্যেষ্ঠ সহকারী বিচারক তাসলিমা শারমিনকে মামলাটির তদন্তের নির্দেশ দেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com