শিরোনাম
ঠাকুরগাঁও মাদকের ছড়াছড়ি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২২:০৫
ঠাকুরগাঁও মাদকের ছড়াছড়ি
বিধান চন্দ্র দাস
প্রিন্ট অ-অ+

দেশের উত্তর সীমান্তঘেষা জেলা ঠাকুরগাঁওয়ে সর্বত্র মাদকের ছড়াছড়ি। অলি-গলি, গ্রাম-গঞ্জ, হাট-বাজারগুলোতে পাওয়া যাচ্ছে ফেন্সিডিল, গাজা, মদ, ইয়াবার মতো ভয়াবহ সব মাদকদ্রব্য। মাদক সহজলভ্য হওয়ায় এ জেলায় প্রতিনিয়ত মাদক সেবনকারী বাড়ছে।


মাদক সেবনকারীদের হাতে মাদকদ্রব্য পৌঁছে দেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে শিশুরাও।


বিজিবি, পুলিশ, র‌্যাব মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালালেও কোনো লাভ হচ্ছে না। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্তপথ দিয়ে প্রতিদিন ফেন্সিডিল ও গাজার চালান বাংলাদেশে প্রবেশ করছে। এসব সীমান্তপথের মধ্যে প্রধান হচ্ছে ধর্মগড়, জগদল, চেকপোস্ট, হরিপুর, গোগোর, ফকিরগঞ্জ, স্কুলহাট ও বাদামবাড়ি। এসব মাদকদ্রব্য ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তেও চলে যাচ্ছে।


অনুসন্ধানে জানা যায়, রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত দিয়েই দৈনিক গড়ে প্রায় পাঁচহাজার পিছ ফেন্সিডিল প্রবেশ করে। যার বড় একটি চালান যাচ্ছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে।


নামধারী ব্যবসায়ী টেক্কা, রঘু, জসিম, মুক্তার, ভাদ্রুসহ এই ইউনিয়নে ছয়শতাধিক মানুষ মাদক ব্যবসার সাথে জড়িত। যার মধ্যে অর্ধ-শতাধিক শিশু। খুচরা ব্যবসায়ীরা টাকার লোভ দেখিয়ে শিশুদের ব্যবহার করছে। আর দরিদ্র শিশুরা অল্প কিছু টাকার লোভে মাদক বহন করছে।


ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম মুকুল জানান, প্রতিনিয়ত আমার কাছে মাদকের বিষয়ে অভিযোগ আসছে। দরিদ্র ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় ধর্মগড়ে মাদকের প্রকোপটা একটু বেশি। কিছু অসাধু বিজিবি ও পুলিশ সদস্য এদের সহযোগিতা করছে। তাই মাদক ব্যবসায়ীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকছে।


বিবার্তা/বিধান/মনোজ/

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com