শিরোনাম
মুরাদনগর ইউপি নির্বাচন ফের ৬ মাসের জন্য স্থগিত
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৪
মুরাদনগর ইউপি নির্বাচন ফের ৬ মাসের জন্য স্থগিত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউপি নির্বাচন ফের ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মুরাদনগর পৌরসভার গেজেটকে কেন্দ্র করে ২য় বারের মতো এ ইউপির নির্বাচন স্থগিত করলো উচ্চ আদালত।


বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, উচ্চ আদালতের আদেশটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভা সংক্রান্ত গেজেটকে কেন্দ্র করে চলতি বছরের ১ জুন উচ্চ আদালতে নির্দেশে ৪ সপ্তাহের জন্য ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন কমিশন থেকে মুরাদনগর সদর ইউপির নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। কিন্তু কাজী সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে পুনরায় গত ২৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের যৌথ বেঞ্চ মুরাদনগর সদর ইউনিয়নের নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com