শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু ও নারী উন্নয়ন কর্মশালা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:২৩
চাঁপাইনবাবগঞ্জে শিশু ও নারী উন্নয়ন কর্মশালা
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারউদ্দিন শামীম। এছাড়াও অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, রানিহাটী ইউপি চেয়ারম্যান মহসিন আলী, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, পৌর এলাকার পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগমসহ ৫ জন নারী ইউপি সদস্য ও স্থানীয় মসজিদের ২জন ইমাম উপস্থিত ছিলেন।


কর্মশালায় শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মা ও শিশুর স্বাস্থ্য, শিশু নির্যাতন, শিশুর পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।


বিবার্তা/জাকির/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com