শিরোনাম
সিংড়ায় ১০ টাকার চাল বিতরণে অনিয়ম
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:২৬
সিংড়ায় ১০ টাকার চাল বিতরণে অনিয়ম
সিংড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগে জানা যায়, ছাতারদিঘী ইউনিয়নে ৯টি ওয়ার্ড মেম্বর এবং সংরক্ষিত আসনের মহিলা মেম্বরদের তালিকায় ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিদের নাম আছে। বিভিন্ন নাম দিয়ে চাল নিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে।  

 

ছাতারদিঘী ইউনিয়নের তালিকায় ব্যবসায়ীদের মধ্যে নাম আছে, শফির উদ্দিন, শামসুল আলম, আব্দুল গফুর প্রাং, রহিদুল, পলাশ সহ আরো অনেকের যারা বিত্তশালী পরিবারের। এছাড়া নিম্নবিত্তদের তালিকা তৈরি করা হলেও চাল তারা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।  

 

এ বিষয়ে ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান প্রদিপ কুমার জানান, দুঃস্থদের কথা বিবেচনা করে তালিকা তৈরি করা হয়েছে। কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় এসব কথা রটাচ্ছে।

 

উপজেলা নিবার্হী অফিসার সাদেকুর রহমান বলেন, ১২টি ইউনিয়নে ২৩ জন ডিলার রয়েছে। সুবিধাভোগীদের তালিকা মূলত মেম্বর ও চেয়ারম্যানরা করছেন। মৌখিক অভিযোগ আসছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

 

বিবার্তা/রাজু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com