শিরোনাম
তালায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২০:২০
তালায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা উপজেলায় মাছের চাষেরপদ্ধতি ও খাবার তৈরিসহ বিভিন্ন বিষয়ে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


মঙ্গলবার সকালে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো.আব্দুল কাদের।


যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা শিপার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।


উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়দুল হক হাওলাদার কর্মশালায় সভাপতিত্ব করেন।


প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে যুবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।


প্রশিক্ষণে মাছ চাষের জন্য জমির পানি ও মাটির গুণগতমান পরীক্ষা, মাছের খাবার, চাষ পদ্ধতি, রোগ সনাক্তকরণ, প্রতিকারের উপায়, স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন এবং উৎপাদিত মাছের মান সুরক্ষিত রাখাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন যুবকরা।


বিবার্তা/সেলিম/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com