শিরোনাম
গাজীপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:০২
গাজীপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে সিএনজি অটোরিকশাচালক পারভেজ ভুইঁয়াকে (২৮) হত্যার দায়ে মো. রিপন (৩২) নামে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।


একই সঙ্গে পেনাল কোডের ৩৭৯ ধারায় আরো তিন বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়। রিপন নরসিংদীর শিবপুর উপজেলার গড়বাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।


গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামের রতন ভুঁইয়ার ছেলে পারভেজ সিএনজি অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ১৪ জুন সন্ধ্যায় শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বের হয়ে সিএনজিসহ নিখোঁজ হন তিনি।


পরদিন সকালে কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার মুখমণ্ডল, নাক, কান, গলা কাটা এবং মাথা থেতলানো ছিল।


এ ঘটনায় ১৭ জুন নিহতের চাচা কিরন ভুইঁয়া কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অটোর যাত্রী শিবপুর এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম হোসেনকে আসামি করা হয়।


তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার তৎকালীন পরিদর্শক জসিম উদ্দিন ওই পাঁচজনসহ রিপন ও সাদ্দাম নামে আরো দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।


১২জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিজ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।


বিবার্তা/তুহিন/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com