শিরোনাম
অপমানের সুষ্ঠু বিচার চাই : শ্যামল কান্তি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৫২
অপমানের সুষ্ঠু বিচার চাই : শ্যামল কান্তি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কানে ধরে উঠবসের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে নিজের জবানবন্দি দিয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।


জবানবন্দি শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, আমাকে যে অপমান করা হয়েছে, আপনারা দেখেছেন, আমি সেটার সুষ্ঠু বিচার চাই।


জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেন শ্যামল কান্তি। সকালে সার্কিট হাউজে আসেন ঢাকা সিএমএম আদালতের চিফ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিট্রন আদালতের ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী।


জবানবন্দি শেষে শিক্ষক শ্যামল কান্তি সাংবাদিকদের আরও বলেন, ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেটা অতিরঞ্জিত। আমার বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ তোলা হয়েছিল সেটারও নথি আমি জমা দিয়েছি। আমাকে তদন্ত কমিটি ঘটনার সূত্রপাত থেকে শুরু করে আগে-পরের আদ্যোপান্ত জানতে চেয়েছিল। আমি বিশদ বিবরণ দিয়েছি।


তবে তদন্ত দলের কাছে কী বলেছেন তা বিস্তারিত জানাননি তিনি। সার্কিট হাউজ থেকে বের হওয়ার পর পুলিশি প্রহরায় ছিলেন শ্যামল কান্তি। সকালেও পুলিশি প্রহরায় সার্কিট হাউজে আসেন তিনি।


এর আগে, একই তদন্ত দল সোমবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থল পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই রিফাত হাসানসহ ১৯ জনের বক্তব্য গ্রহণ করেন।


ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ১৩ মে পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবস করানো হয়। এ সময় সেখানে স্থানীয় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিত ছিলেন। ঘটনার পর সেলিম ওসমান সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন।


ওই ঘটনায় ৭ আগস্ট হাইকোর্টের এক আদেশে ঢাকা সিএমএম আদালতের বিচারককে তদন্ত করতে নির্দেশ দেন।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com