শিরোনাম
বাগমারায় ইউপি নির্বাচনের প্রচার তুঙ্গে
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৬
বাগমারায় ইউপি নির্বাচনের প্রচার তুঙ্গে
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাগমারা উপজেলার স্থগিত হওয়া ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার তুঙ্গে রয়েছে। গ্রামে গ্রামে ঘুরে দিনরাত নিজের পক্ষে ভোট চাইছেন ৬২৯ জন প্রার্থী।


উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ১৬টি ইউনিয়নের নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৬৪, সাধারণ সদস্য পদে ৪২৯ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৭ অক্টোবর মনোয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। চলছে চুলচেরা বিশ্লেষণও। তবে সাধারণ ভোটাররা বলছেন, প্রতীক নয়, প্রার্থী দেখেই ভোট দেবেন তারা।


জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়নের প্রতিটিতেই আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সঙ্গে রয়েছে এক/দুই জন করে স্বতন্ত্র প্রার্থী। কোথাও কোথাও জাতীয় পার্টির প্রার্থীও রয়েছে। তবে সাধারণ ভোটারদের ধারণা, ভোটের মূল লড়াইটা হবে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকের মধ্যে।


বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানিয়েছেন, অনিয়ম এবং সংঘর্ষের কারণে গত ৭ মে চতুর্থ ধাপের ১৬ ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাচ্ছেন।


বিবার্তা/রিমন/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com