শিরোনাম
প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১০
প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াপাড়া এলাকায় মুন্নি আক্তার (১৫) নামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।


মঙ্গলবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াপাড়া কুতুবদিয়া এলাকা থেকে মুন্নির লাশ উদ্ধার করা হয়।


নিহত মুন্নি কালিয়াকৈর উপজেলার নয়াপাড়া কুতুবদিয়া এলাকার শহীদ মিয়ার মেয়ে এবং উপজেলার চাপাইর বি.বি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।


নিহতের মা ইয়ারা বেগম বলেন, ভোরে ফজর নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠি। এ সময় বখাটে আরাফাত সরকারকে মুন্নির ঘর থেকে বের হতে দেখে তাকে ডাক দিই। কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। এরপর ঘরের ভেতর ঢুকে দেখি মুন্নি গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানার ওপর পড়ে আছে।


নিহতের মা আরো বলেন, একই এলাকার আতাউর সরকারের ছেলে আরাফাত সরকারের প্রেমের প্রস্তাবে রাজি না আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।


নিহত মুন্নির বড় বোন মলি জানান, বখাটে আরাফাত আমার ছোট বোন মুন্নিকে প্রায়ই রাস্তাঘাটে বিরক্ত করতো। বেশ কিছুদিন আগেও সে মাতাল অবস্থায় মুন্নিকে প্রেমের প্রস্তাব দেয়। নিহত মুন্নি বখাটে আরাফাতের প্রস্তাবে সাড়া না দেয়ায় প্রায় সময়ই মুন্নিকে হত্যা, এসিড নিক্ষেপসহ আরো জঘন্য কাজ করার হুমকি দিয়ে আসছিল।


এ ব্যাপারে ওই বখাটের পরিবারের কাছে অভিযোগ করলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বরং তাদের ছেলেকে উসকে দিয়ে বলেছিল ‘যাই করস না করস কোনো কাজ করতে গিযে ধরা পড়িস না, বাকিটা আমরা দেখবো’।



কালিয়াকৈর থানার এসআই মোশারফ হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।


বিবার্তা/তুহিন/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com