শিরোনাম
ধুনটে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:৪২
ধুনটে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
ধুনট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার ধুনট পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কুকুরের অত্যাচারে বাজারের ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের অন্ত নেই। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা গেছে, ধুনট বাজারের সবজি, মাছ-মাংসের বাজার, রেস্টুরেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকায় দল বেঁধে ঘুরছে বেওয়ারিশ কুকুর। ঘরে ফেরার পথে পিছন থেকে ক্রেতার বাজারের ব্যাগে হামলাও করছে। কখনো দোকানীর অসাবধানতায় পণ্যে মুখ গুজে দেয়ার দৃশ্যও রয়েছে অনেক। কুকুরের সংঘাতে আতঙ্কিত হয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। পাগলা কুকুরের কামড়ে ইতিমধ্যে আহত হয়েছেন অনেকেই।


এদিকে কুকুর দমনের জন্য ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধুনট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভরনশাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৌর মেয়রের নিকট বেওয়ারিশ কুকুর নিধনের জন্য আবেদন করেছেন। অথচ কুকুর দমনে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যেগ নেই।


খবর নিয়ে জানা গেছে, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহতদের জন্য ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই।


এ প্রসঙ্গে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ জানান, কুকুর নিধনে পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করে ধীর্ঘদিন যাবত কুকুর নিধন করা হয়নি। কিন্তু সম্প্রতি পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুকুর নিধনের জন্য দাবি জানিয়েছেন। জনস্বার্থে শিঘ্রই কুকুর নিধন করা হবে।


তিনি আরও বলেন, কুকুর মারার পরে মাটির নীচে গর্ত করে পুতে রাখতে হবে। এজন্য পৌরসভার পক্ষ থেকে জমি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কুকুর নিধন করা হবে।


বিবার্তা/ফরহাদ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com