শিরোনাম
প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ যৌথ ব্যান্ড প্রদর্শন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ০৪:২৫
প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ যৌথ ব্যান্ড প্রদর্শন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আয়োজিত এই অনুষ্ঠান সীমান্তরক্ষী বাহিনী এবং এলাকার মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।


চলতি বছরের মে মাসে মহাপরিচালক পর্যায়ের আলোচনায় এই ব্যান্ড প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি’র যশোরের রিজিওন কমান্ডারসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং পর্যটক। দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক এবং সীমান্ত সুরক্ষা জোরদার করতে এই ধরনের অনুষ্ঠান সহায়ক বলে মনে করেন আয়োজকরা।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com