শিরোনাম
কোম্পানীগঞ্জে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা: গ্রেফতার ৫
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ২১:৩৩
কোম্পানীগঞ্জে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা: গ্রেফতার ৫
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পৃথক ২টি মামলা হয়েছে।


এসআই সাইফ উদ্দিন ২১জনকে আসামি করে একটি ও এসআই রবিউল হক মাদক ব্যবসায়ী কালামকে আসামি করে আরোও একটি মামলা করেছেন।


সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করা হয়। এ মামলায় সোমবার সন্ধ্যায় ৫জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- চর ফকিরা গ্রামের মোমিন উল্লাহর স্ত্রী আলেয়া বেগম (৪৫), আহসান উল্লাহর ছেলে হাফিজ উল্লাহ (১৯), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে আহসান উল্লাহ(৫৫), একরামুল হকের ছেলে মো. শাহীন (২১) ও মাগুরা জেলার মফিজ উল্লাহর ছেলে রুবেল (২৬)।


কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।


উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ কালাম (৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী কালামের পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে পুলিশের হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নেয় এবং ৪ পুলিশকে আহত করে। আহতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার এস আই রবিউল হক, এসআই সাইফ উদ্দিন ও কনস্টেবল সুমন পারভেজ ও আনসার সদস্য আলা উদ্দিন। সোমবার সকালে তেরচোরার বেঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিবার্তা/সুমন/নাজিম


>কোম্পানীগঞ্জে আসামি ছিনতাই: আহত ৪ পুলিশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com