শিরোনাম
লামায় অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে বিশেষ ভাতা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:০৩
লামায় অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে বিশেষ ভাতা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেছে বান্দরবানের লামা উপজেলা সমাজসেবা বিভাগ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ জন দলিত, হরিজন ও বেদে, একজন হিজড়া এবং পাঁচজন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ ভাতাসহ শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়।


এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা কর্মকর্তা ২০১৫-১৬ অর্থবছরেরর কার্যক্রমের বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, ‘সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজের প্রান্তিক অবহেলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ ভাতাসহ নানা কর্মসূচি চালু করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার অবহেলিত সম্প্রদায়ের মাঝে এ বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এ ভাতা ও উপবৃত্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার পাশাপাশি প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শেষে প্রধান অতিথি দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের মাঝে ভাতার বই ও নগদ টাকা বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।


লামা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার ২৫৫৬ জনকে বয়স্কভাতা, ২০জন দলিত, হরিজন ও বেদেকে বিশেষ ভাতা, ১৩৯৫ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ৪৫৩ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, ১০১জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি, ৬৫ জনকে বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ড ও ৩০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানি ভাতা প্রদান কার্যক্রম চালু রয়েছে।


বিবার্তা/আরমান/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com