শিরোনাম
যশোরে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৫০
যশোরে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে অফসোনিন ফার্মা লিমিটেডের দুই কর্মকর্তাকে কুপিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


রবিবার সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কবরস্থানের পশ্চিমে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


অফসোনিন ফার্মার যশোর ডিপো অফিসের হিসাবরক্ষক আশরাফুজ্জামান জানান, তাদের ডিপো অফিসটি উপশহর মহিলা ডিগ্রি কলেজের পাশের সুরাইয়া ভবনের নিচতলায়। সকালে তিনি অফিসের সহকর্মী এহতেশামুল হাসানকে সাথে নিয়ে একটি রিকসাযোগে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গাড়িখানা রোডের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে রিকসাটি ওই মসজিদের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা। এসময় বাধা দেয়ায় দুর্বৃত্তদের একজন চাপাতি দিয়ে তার ডানহাতে কোপ দেয়। অন্যজন একটি ছুরি দিয়ে এহতেশামুলের হাতে আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
ব্যাগের ভিতরে সাড়ে ৫ লাখ টাকা এবং তার বাড়ির বিদ্যুৎ বিলের ৩ হাজার ২১১ টাকা ছিলো বলেও জানান তিনি।


অফসোনিন কোম্পানির যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহত দুইজনই অফিসের হিসাবরক্ষক। স্থানীয় লোকজন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে এহতেশামুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় দেয়া অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করা হবে। আসামি আটকে পুলিশ অভিযান শুরু করেছে।


বিবার্তা/তুহিন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com