শিরোনাম
‘আগে বাসার গৃহকর্মীর মানবাধিকারের খোঁজ নিন’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ২২:০৬
‘আগে বাসার গৃহকর্মীর মানবাধিকারের খোঁজ নিন’
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

মানবাধিকারকর্মীদের উদ্দেশ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, মানবাধিকারের কথা বলার আগে নিজের বাসার গৃহকর্মীর খোঁজ নিন। তারও মানবাধিকার আছে। সে মানবাধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। কোনো কোনো মানবাধিকারকর্মীর বাসাতেই গৃহকর্মীর মানবাধিকার লঙ্ঘিত হয়।


রবিবার দুপুরে রাজশাহীতে ‘বিভাগীয় শিশু কল্যাণ পরিষদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মীদের নিরাপত্তা দিতে গত বছর একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটিকে আইনে রুপান্তর করা হবে। কোনো গৃহকর্মীর মানবাধিকার লঙ্ঘন হতে দেয়া হবে না। একজন সরকারি কর্মকর্তার কর্মঘন্টা ৮ ঘন্টা হলে, একজন শ্রমিক, গৃহকর্মীর কর্মঘন্টাও ৮ ঘন্টা। এর বেশি কাজ করালে তাদেরকে অতিরিক্ত মজুরি দিতে হবে।


তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ ছিল ৪৫ লাখ। শনিবার পর্যন্ত এ তহবিলে অর্থের পরিমাণ দাড়িয়েছে ১৮৪ কোটি টাকায়। ৭৯টি কোম্পানী তাদের মুনাফার অংশ থেকে এ টাকা জমা দিয়েছে। এ টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।


প্রতিমন্ত্রী বলেন, লাভের একটা অংশ সরকারি কল্যাণ তহবিলে জমা দেয়ার আইন আছে। অনেকেই এ আইন লঙ্ঘন করেন। তহবিলে টাকা না দিলে কোম্পানীর বিরুদ্ধে মামলা করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসাইন, কলকারখানা অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, শিশু অধিকার ফোরামের সভাপতি এমরানুল হক চৌধুরী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।


রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা।


শেষে প্রতিমন্ত্রী শ্রমিক কল্যাণ তহবিল থেকে রিনা বেগম নামে এক নারী শ্রমিককে ৩০ হাজার, নুরুল ইসলাম নামে এক শ্রমিককে ২৫ হাজার ও সুমা খাতুন নামে কারখানায় আগুনে পুড়ে নিহত এক শ্রমিকের স্ত্রীকে দুই লাখ টাকার চেক তুলে দেন।


বিবার্তা/রিমন/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com