শিরোনাম
১২ লাখ টাকা ছিনতাইকালে আটক ১
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ২১:২০
১২ লাখ টাকা ছিনতাইকালে আটক ১
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জ জেলা শহরে ইসলামী ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা ছিনতাইকালে আরমান (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।


রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকা বড় বাজার ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আটক আরমান করিমগঞ্জ উপজেলার চামটাবন্দর এলাকার আবুল কাশেমের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিশোরগঞ্জ যমুনা পেট্রোল পাম্পের মালিক মো. মুরাদ আহম্মেদ তার পাম্পের তেল কেনার জন্য ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে পাম্পে ফিরছিলেন। টাকা নিয়ে রাস্তায় গাড়িতে ওঠার সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মুরাদ চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আরমান নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় আরমানের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।


কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরমানকে থানায় নিয়ে আসা হয়েছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com