শিরোনাম
নোয়াখালী পৌরসভার কাউন্সিলর গ্রেফতার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৫
নোয়াখালী পৌরসভার কাউন্সিলর গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর নবী সোহাগ নামে নোয়াখালী পৌরসভার এক কাউন্সিরকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।


রবিবার দুপুরে পৌরসভার ফকিরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের উত্তর ফকিরপুরের নুরুজ্জামানের ছেলে।


গ্রেফতারের পর সোহাগকে নোয়াখালীর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সোহাগের পক্ষে তার আইনজীবি জামিন আবেদন করেন। আদালতের বিচারক সমরেশ শীল শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন চেক জালিয়াতি মামলায় কাউন্সিলর সোহাগকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট আদালতে গ্রেফতারি পরোয়ানার আলোকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ২০০৫ সালে দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় গত বছরের ২০ জানুয়ারি ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সোহাগকে দণ্ডাদেশ প্রদান করেন। আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আদেশকালে সোহাগ পলাতক ছিলেন।


বিবার্তা/ইকবাল/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com