
কাতারে আকিমুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত ১২ জুলাই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এ ঘটনা ঘটে। এদিকে আকিমুলের মরদেহ দেশে ফিরিয়ে আসা নিয়ে পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নিহত আকিমুল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল ওয়াদুদ বিশ্বাসের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কাতারের একটি সড়কে গাছের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। পরে কাতার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকিমুলের বড় ছেলে কাতার প্রবাসী আশিক বাবার মৃত্যুর বিষয়ে পরিবারের কাছে জানায়। স্থানীয় পুলিশ মরদেহ তাদের হেফাজতে রেখেছেন। পরে ছেলেকে কয়েক দিন পর বাবার লাশ দেখার অনুমতি দেয় কাতার পুলিশ।
নিহত আকিমুলের পিতা আব্দুল ওয়াদুদ জানান, দুই বছর পূর্বে ধার-দেনা করে আমার একমাত্র ছেলেকে কাতারে পাঠায়। সেখানে রাজমিস্ত্রির কাজ করতো। দুই বছরে ছেলে একটি টাকাও পাঠাতে পারেনি। এর পরে পরিবারে সচ্ছলতা আনতে আকিমুলে বড় ছেলে আশিককে বহু কষ্ট করে কাতারে পাঠায়। পুঁতা ছেলেও কোন কাজ পায়নি। এখন আমার সব শেষ হয়ে গেলো। এখন মরদেহ ফিরিয়ে পাওয়া নিয়ে স্ত্রী-সন্তান ও পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তিনি বলেন, আমরা গরীব মানুষ কীভাবে টাকা পয়সা দিয়ে ছেলের লাশ দেশে নিয়ে আসবো! এখন সরকারের কাছে আমার চাওয়া আমার একমাত্র ছেলের মরদেহ আমাদের ফিরিয়ে দিতে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, এব্যাপারে আমাদের কাছে কোন খবর নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখেন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, এবিষয়ে আমার জানা নেই। আপনার কাছ থেকেই জানতে পারলাম। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]