
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ জুলাই, রোববার সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর থানা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, হরুন আর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক শামীম আহমেদ, দৌলতপুর ছাত্রদলের সাবেক আহŸায়ক মাসুদুজ্জামান রুবেলসহ দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দৌলতপুর থানা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করার আহŸান জানান।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]