
শিবগঞ্জে শিকার করা ৮০ টিয়া পাখি অবমুক্ত করলেন শিবগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি খাঁচা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় পাখি শিকারের দায়ে আটক দ ’জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী টিয়া পাচার করার লক্ষ্যে আটকে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।
অবৈধভাবে ৮০টি টিয়াপাখিসহ আটক করা হয় দু’জনকে। তাৎক্ষণিক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ (১) লঙ্ঘণের অপরাধে ৩৯ ধারায় দু’জনকে ২০ দিন ও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, বন্দিদশা থেকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয় পাখিগুলো। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]