৬ দফা দাবিতে ঝিনাইদহে হেফাজতের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২২:১৭
৬ দফা দাবিতে ঝিনাইদহে হেফাজতের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ করা, ইসলামপন্থীদের নামে কথিত সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ ধারায় ভিত্তিহীন জঙ্গি মামলা প্রত্যাহার, ভিত্তিহীন জঙ্গি অপবাদ প্রদান বন্ধ করা, তাবলীগ ও ইসলামি আন্দোলনের উপর নজরদারি বন্ধ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ইসলামি মূল্যবোধ বিরোধী বিদেশি প্রভাব প্রতিরোধে সরকারী অবস্থান থাকা, ধর্ম প্রাণ মানুষের সকল ধরনের নির্যাতন ও মিডিয়া প্রপাগাণ্ডা বন্ধ করা সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের ঝিনাইদহ শাখা।


রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।


এ সময় সংবাদ সম্মেলনে প্রেসনোট পাঠ করেন দলের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী। এছাড়াও সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার অন্যান্য নেতা কর্মীরা।


বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে পশ্চিমারা এ দেশ থেকে ইসলামকে মুছে দেয়ার পায়তারা করছে। একই সাথে বক্তারা আরও বলেন বাংলাদেশে তারা বিগত দিনে অনেক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছেন আর এ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে তা আবারও পুঃন প্রতিষ্ঠা করতে চাচ্ছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com