সার্জিসের বক্তব্যে ক্ষোভ: বান্দরবানে এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮:৫০
সার্জিসের বক্তব্যে ক্ষোভ: বান্দরবানে এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে বান্দরবানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে একদল শিক্ষার্থী।


‘বান্দরবান ছাত্রসমাজ’ এর ব্যানারে রোববার (২০ জুলাই) দুপুরে করা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মূলত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার নেতারা।


বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল বলেন, “৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সার্জিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য।


“একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা হয়েছে।”


সংবাদ সম্মেলন থেকে এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, ছাত্রনেতা খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম।


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সংগঠনটি তিন পার্বত্য জেলার বাঙালিদের অধিকার নিয়ে কাজ করে থাকে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com