
নাটোরের সিংড়ায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাস্তবায়িত ইমপ্যাক্ট (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রতি প্রশিক্ষণার্থী বাবদ খাবার বাবদ বরাদ্দ রয়েছে ১৫০ টাকা, অথচ বাস্তবে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৫০ টাকার খাবার। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন- বাকি অর্থ কোথায় যাচ্ছে?
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. লতিফ প্রকল্পের অনিয়মের টাকা নিজের পকেটে ভড়তে নাস্তার টাকায় বেশি বাজেট দেখিয়েছেন। নাম মাত্র ভাউচার দেখিয়ে তিনি এই টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ লতিফকে বারবার ফোন করে পাওয়া যায় নি।
জানা যায়, গত সোমবার সকালে করমপুর কাদিরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]