
রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের বড় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭)। তিনি শিরোইল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায়। তার বাবা ইসহাক আলী।
শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে শাহরিয়া সূর্য তার আরও তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার্স মেসের উত্তরে বড় পুকুরে গোসল করতে নামে। তারা সবাই মিলে পানিতে খেলাধুলা করছিল। এ সময় সূর্য ডুবে যেতে থাকে। সে সাঁতার জানতো না। তার এক বন্ধু ডুবে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ওই বন্ধুটিকে উদ্ধার করতে পারলেও সূর্যকে আর উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, সূর্য শিরোইল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সূর্যের আরেক ভাই রোহান জানিয়েছেন, সূর্য সাঁতার জানতো না। তবুও বন্ধুরা মিলে পুকুরে নেমেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]