শিরোনাম
নাটোরে ৮ জনের কারাদণ্ড
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১২:৩৮
নাটোরে ৮ জনের কারাদণ্ড
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ ও সেবনের দায়ে আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ড দেন।


চোলাই মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে শংকরভাগ গ্রামের লুমা সাংয়ের ছেলে কৃষ্ণ (৩৪) ও মনোরঞ্জন তেলীর ছেলে পরেশ তেলীকে (৪৫) ছয় মাস এবং চোলাই মদ সেবনের দায়ে খোলাবাড়িয়া গ্রামের আউয়াল (৩২), ধলাট গ্রামের রকি (১৯), বড়হরিশপুর গ্রামের মোতাকাব্বির (২০), বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের জিল্লুর রহমান (৪২), নওপাড়া গ্রামের মখলেছুর রহমান (২৮) ও শাইলকোনা গ্রামের কামরুজ্জামানকে (৪০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে শংকরভাগ গ্রামে চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে র‌্যাবের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।


এসময় ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেয়া হয়।


বিবার্তা/জুবায়ের/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com