
দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগে আটক ১১ জন ইউপি সদস্যের মধ্যে ৩ জন নারী সদস্য জামিন পেলেও বাকি ৮ জন পুরুষ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট এ আদেশ দেন। পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আদম সুফী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার দিনব্যাপী বোদা উপজেলার ইউনিয়নে দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির ২৫৮ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এসময় উপকারভোগীদের কাছ থেকে পাঁ শত থেকে ছয়শত টাকা আদায় করছিলেন ইউপি সদস্যরা।
পরে স্থানীয়রা সোমবার বিকেলে তাদের ইউনিয়ন পরিষদ হলরুমে আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়।
পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে চাল বিতরণে আর লেনদেনের অভিযোগের প্রমাণ পাওয়া এই ১১ ইউপি সদস্যকে আটক করে সেনাবাহিনী। রাতেই তাদের বোদা থানায় নেয়া হয়।
মঙ্গলবার বিকেলে তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে জেল হাজতে প্রেরণ করেন আদালত।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]