আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২০:৫৫
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তা দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'বিগত সরকারের মত আমরা ফ্যাসিস্ট হবোনা। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।' যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।


অধ্যাপক ডা. জাহিদ বলেন, এখন যদি দ্রুততার সঙ্গে নির্বাচন দিতেন, দেশে যে আইনশৃঙ্খলার অবনতি দেখছি কোনো কোনো জায়গায় বিশৃঙ্খলা, কোনো কোনো জায়গায় সিদ্ধান্তহীনতা। সেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা থাকলে প্রত্যেকটা উপজেলায় সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ ও দ্রুত হত, মানুষও আশ্বস্ত হত


তিনি আরও বলেন, কাজেই নির্বাচন পিছিয়ে দেয়ার মাঝে, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্যে অন্য ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু জনগণের অধিকার ফেরত দেয়া ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা আছে তা হলো সুন্দর আগামীর বাংলাদেশ নির্মাণ করা।


ডা. জাহিদ হোসেন বলেন, জুলাই ২৪ গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছে তাদের পুর্নবাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেয়া।


উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com