
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নুর নবী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ মে, মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বড় চরআদ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নূরনবী সাতপোয়া ইউনিয়নের বড় চর আদ্রা গ্রামে জহুরুল ইসলামের মেজো ছেলে ও এক সন্তানের জনক বলে জানা গেছে।
নিহতের বাবা জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বাড়ীর পাশের শশ্য ক্ষেতে ধান সিদ্ধ করতে যায় নূরনবী। এসময় ওখানে থাকা জমিতে পানি দেয়ার সেচপাম্পে থাকা মটরের তারে জরিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় নূরনবী। এসময় বিদ্যুৎস্পৃষ্টের পর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম জাবেদ (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেলিম আরামনগর বাজার থেকে বাজার করে অটোরিক্সা যোগে রুদ্র বয়ড়া একুশে মোড়ে আসছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কের মূলবাড়ি ব্রিজপাড় এলাকায় পৌঁছলে অটোরিক্সাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ব্যাটারি বুকের উপড় পড়লে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সেলিম পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া পশ্চিমপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও যমুনা সারকারখানার দৈনিক ভিক্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]