পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো আসামি গ্রেফতার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২:৩৬
পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো আসামি গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল কেটে পলাতক আসামি মাদক ব্যবসায়ী মো. রয়েলকে (৩০) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।


জানা গেছে, গত ২৩ মার্চ রবিবার রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় আসামি রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর আটক আসামিকে নবাবগঞ্জের আফতাবগন্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেহরীর সময় সুযোগ বুঝে আটক পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গতকাল (২৪ মার্চ) রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com