শিরোনাম
কুমিল্লা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ২২:৩৩
কুমিল্লা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনঃনিয়োগ এবং চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্মচারীরা।


মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে শনিবার সমিতির চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে মানবন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়। এতে সমিতির প্রায় আড়াইশ কর্মচারী অংশ নেয়।


এ সময় বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহসভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার রয়েছে। সবাই চুক্তি নবায়ন বাতিল ও চাকুরী হারানোর আতঙ্কে রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন বক্তারা।


বিবার্তা/শান্ত/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com