
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শহীদ জিয়া পরিষদ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ জিয়া পরিষদ, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ শামীম রানা, সিনিয়র সহসভাপতি আজিজুল হক শিহাব, সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি, দফতর সম্পাদক সারোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, নরসিংদী শহর শাখার সভাপতি অর্পন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]