
দিনাজপুরের হাকিমপুর হিলিতে লাইসেন্স না থাকায় "আই পি" ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা ও চিকনি (চূলা) নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে পৌর শহরের বড় জালালপুর এলাকায় “আই পি” ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি (লাইসেন্স) না থাকায় মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মলিন মিয়ার নেতৃত্বে থানা পুলিশ সহ অভিযান চালিয়ে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেয়া হয়।
ইটভাটার প্রতিনিধি তোজাম্মেল হক (মোনা) বলেন, ইটভাটার লাইসেন্স না থাকায় প্রশাসন ভাটার চুলা পানি দিয়ে নিভিয়ে দিয়েছে এবং জরিমানা করেছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটির পানি দিয়ে চুলা নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ইট ভাটাটির চুলা পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]