
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে হাটিকুমরুল গোলচত্তর এ অবস্থিত আবুল হাসেম মার্কেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাটিকুমরুল ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন -সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল- বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা রাকিবুল ইসলাম৷ বাংলাদেশ জামায়েত ইসলামীর বগুড়া মহানগর শহর শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- হেদায়েতুল ইসলা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]