
পাবনা সদর উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার ( ১ মার্চ ) মধ্যরাতে সদর উপজেলা বিভিন্ন স্থানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার নাজিরপুর আব্দুল জব্বার ছেলে আব্দুল গফুর (৩১), চর শ্রীরামপুর নতুন আলী মারিথার ছেলে মিলন(২৪), মোকাররম হোসেনের ছেলে ইব্রাহিম(২৫), চর কুশাখালি রবিউল ইসলাম এর ছেলে মানিক(২২), আব্দুর রহিম এর ছেলে ইব্রাহিম(২৮), তুমিস প্রামাণিকের ছেলে আরিফ (২৩), সায়েন মণ্ডলের ছেলে হুমাইন(২৬), জ্বর আশুতোষপুর নাসির প্রামাণিকের ছেলে তুষার (৩২) ও আরিফপুরের আসান প্রামাণিকের ছেলে নজরুল (৩১)।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে পাবনা সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে পদ্মা নদীর কূল ঘেঁষে বালু উত্তোলন করে আসছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে এ সকল স্থান গুলিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]