
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে এক সভার আহবান করে। সভায় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে। এদিকে একেই দিনে একেই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সমর্থিতরা। একেই দিনে বিএনপির দু’গ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টিকে রাজনৈতিক নোংরামি হিসেবে দেখছেন রুমিন ফারহানা।
বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের নির্মানাধীন সভাস্থলের পিছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দু’গ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়। এই সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
অন্যদিকে এই আবেদনের ১০ দিন পরে একেই দিনে ও একেই স্থানে ২৮ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহবান করে। এই আবেদনটি করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়।
এদিকে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিনদিন যাবত মঞ্চ তৈরির কাজ করছিল লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বিএনপির দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল উপজেলা জুড়ে। এরেআরো ই ধারাবাকিতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেঔল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই বিষয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]