
দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবিন্দু'র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা চৌধুরীর সভাপতিত্বে এবং রক্তবিন্দুর সদস্য জে.আর. জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈম হাসান, কবি ও সংগঠক রাগিব বি.কে চৌধুরী, সদস্য লিটন ইসলাম, রায়হান ইসলাম, কৃষ্ণ রায়, আশরাফুল রিফাত, পঙ্কজ দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবার্তা/জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]