পাবনায় ১৬ ইটভাটায় জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চারটি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯
পাবনায় ১৬ ইটভাটায় জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চারটি
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় পরিবেশ অধিদফতরের অভিযানে ১৬টি অবৈধ ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানাসহ চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।


বুধবার ( ২৬ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুরের বিভিন্ন এলাকা এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর।


পরিবেশ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদফতর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব-১২ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এবং পরিবেশ অধিদফতর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দফতর, ঢাকা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


মোবাইল কোর্টে ১৬ টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪ টি ড্রাম চিমনীর ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।


এসময় পরিবেশ অধিদফতর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অভিযান শেষে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com