সলঙ্গায় ছুরিকাঘাতের যুবক আহত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৭
সলঙ্গায় ছুরিকাঘাতের যুবক আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পূর্ব শত্রুতার জেরে সিরাজগঞ্জের সলঙ্গায় রিয়াজ হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতের হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।


ছুরিকাঘাতে আহত রিয়াজ হোসেন (২১) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।


স্থানীয় ও আদালতে অভিযোগ সূত্রে জানা যায়, থানার চৈত্রহাটি গ্রামের রিয়াজ উদ্দিন ও একই গ্রামের তফিজ উদ্দিনের সাথে টাকা-পয়সা লেনদেন বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চৈত্রহাটি গ্রামের নূরুল ইসলাম ও তার দুই ছেলে তফিজ উদ্দিন ও মফিজ উদ্দিনসহ ১০/১৫ জন দেশিও অস্ত্রসহ রিয়াজ উদ্দিনের উপরে হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ অর্থ চেন ছিনিয়ে নেয়। হাতে থাকা গরু জবাই করার বড় ছুরি দিয়ে মাথা আঘাত করে এবং শরীরলে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত রিয়াজ উদ্দিনের মা রফেলা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে তিন জনের নামে ও অজ্ঞাত ১০/১৫ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


এবিষয়ে অভিযুক্ত তফিজ উদ্দিন বলেন,আমরা রিয়াজের উপরে হামলা করি নাই। তারাই আমাদের উপর হামলা করেছে।


সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, এঘটনার সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দিতে বলা হয়েছে এখনও কোন মামলা বা অভিযোগ কেউ করেনি। আদালতে মামলা হয়েছে কিনা আমার জানা নেই। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com