লামায় অতিরিক্ত মদপানে গাড়িচালকের মৃত্যু
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৩
লামায় অতিরিক্ত মদপানে গাড়িচালকের মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরুল আলম পৌরসভা এলাকার লাইনঝিরি গ্রামের বাসিন্দা মো. হারুনের ছেলে।


জানা যায়, সোমবার ঢাকা থেকে দু’জন অতিথি ভ্রমনে লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ের রয়েল রিসোর্টে যান। সেখানে রাত ২টা পর্যন্ত নুরুল আলম পরিচিত অতিথিদের সঙ্গে রিসোর্টে ছিলেন। এরপর তিনি রিসোর্ট থেকে বের হয়ে যান। মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে নুরুল আলম অসুস্থবোধ করলে কয়েকজন বন্ধুর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।


এ সময় নুরুল আলম দায়িত্বরত চিকিৎসককে জানান, তিনি মদ পান করেছেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে মারা যান নুরুল আলম। পরে নুরুল আলম মারা গেছেন, ডাক্তারের এমন কথায় বিশ^স করতে না পেরে স্বজনরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে এবং লাশ চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।


এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, অতিরিক্ত মদ পানের কারণে গাড়ি চালক নুরুল আলমের মৃত্যু হতে পারে।


রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা জানান, নুরুল আলম রাত ২টা পর্যন্ত অতিথিদের সঙ্গে ছিলেন। রাত ২টার পর নুরুল আলম রিসোর্ট থেকে বের হয়ে যান। তারপর কী হয়েছে জানি না।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানায়, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া জানান, ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে নুরুল আলমের লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com