
দেশব্যাপী চলমান প্রেক্ষাপটে- হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোঃ জুয়েল রানা
এ সময় 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো'; 'ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে' ; 'ধর্ষকের যৌনাঙ্গ কেটে দাও, ফেলে দাও'; 'আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই'; 'চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই'; 'ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে' ইত্যাদি স্লোগানে উত্তাল সলঙ্গার সাধারণ শিক্ষার্থীদের।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে নাএরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]