
নারীর ইজ্জত রাখবে যারা তারাই হবে দেশ সেরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমাল নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে - ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মহাসড়ক হয়ে বিক্ষোভ সমাবেশে করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় সেখানে রাখেন- নুরতাজ আলম রবিন,শঙ্কর কুমার, উত্তম, রাকিবুল হাসান, মমিনুল ইসলাম, হিমেল, জাহিদ হাসান ও শফিক মন্ডলসহ প্রমুখ।
বক্তারা বলেন, খুন, ধর্ষণ, ছিনতাই চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ, আজকের এই কণ্ঠস্বর শুধু গোয়ালন্দ বা রাজবাড়ীর নয় সমগ্র বাংলাদেশের।অপরাধীদের কোন জাতি বা কোন ধর্ম নেই। এরা দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু।এদেরকে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এদেরকে জনসম্মুক্ষে ফাঁসি দাবি জানাই। আমরা এই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ অনুরোধ করব যে অপরাধীদের ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]