
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে অটো, মাইক্রোবাস ও কোচের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- অবিনাশ চন্দ্র রায় (৫০), বরুণ সরকার (২৮), মো. সিয়াম (১৫) এবং রণজিৎ রায় (২৫) রয়েছেন। তাদের সকলের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থেকে আসা একটি কোচ দ্রুত গতিতে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাস ও কোচের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, আমি বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসি। এসে দেখি তিনটি গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে এবং কয়েকজন আহত অবস্থায় পড়ে আছে। দৃশ্যটা খুব ভয়াবহ ছিল। প্রশাসনের উচিত এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন জানিয়েছেন, "আহতদের মধ্যে অবিনাশ চন্দ্র রায়ের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল।"
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে উপস্থিত ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, "আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোচের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিবার্তা/মিলন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]