ফেনীতে সমন্বয়ক পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৫
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১
ফেনীতে সমন্বয়ক পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৫
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি ও চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে গ্রামবাসী। পরে মুচলেকা নিয়ে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকার ফেরদৌস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।


আটককৃতরা হলেন– ফেনী পৌরসভার বারাহীপুর ভূঁইয়া বাড়ির এনামুল হক বাবু (২৩), শান্তিধারা এলাকার আবদুল্লাহ আল ওহি(২২), ডাক্তারপাড়া এলাকার জিহাদ হাসান প্রান্ত(২২), সদর উপজেলার ফাজিলপুর এলাকার শাহরিয়ার ইসলাম আলভি(২১) ও চাড়িপুর এলাকার শাহাদাত হোসেন(২০)।


স্থানীয় এলাকাবাী সূত্রে জানা গেছে, দক্ষিণ চাঁদপুর গ্রামের সমাজ কমিটির সভাপতি মমিনুল হক ভূঞা ঢাকায় ব্যবসা করেন। বিগত সময়ে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন। লেমুয়া হাইস্কুলের সভাপতি ছিলেন, তবে দলীয় কোনো পদ-পদবি নেই। গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। পরে অনুষ্ঠান শেষে আবার তিনি ঢাকায় ফিরে যান। সোমবার রাতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে পাঁচজন মমিনের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন। এসময় ঘরে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা ঘর থেকে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।


সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী মনছুর সুমন বলেন, মমিন ভূঞা আমাদের সমাজের সভাপতি। তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের কথা বলে সমন্বয়ক পরিচয়ে এখানে এসে কয়েকজন চাঁদাবাজির চেষ্টা করেছে। শুরুতে পরিবারের সদস্যরা দরজা খুলতে না চাইলেও তারা সেনাবাহিনীর লোকজন নিয়ে এসেছেন বলে দরজা খুলতে বাধ্য করেন।


লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, মমিন আওয়ামী লীগের সমর্থক হলেও কখনো পদ-পদবিতে ছিলেন না। তিনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু রাতে হঠাৎ তারা এসে সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে ঢুকে তল্লাশি করেন। যদি কোনো অপরাধীকেও এভাবে আটক করতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। মূলত এখানে তারা ডাকাতি এবং চাঁদাবাজির উদ্দেশে এসেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধরে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের কাছে সোপর্দ করেছি।


এ ব্যপারে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে একজন ছাত্র সমন্বয়কের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com