রাজবাড়ীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইট ভাটা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০
রাজবাড়ীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইট ভাটা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়ায় অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে এম এস ডি ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


এ সময় প্রতিষ্ঠানের মালিক মো, আইনাল হক দেওয়ান কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ইটভাটার চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।


মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক ইমরান হোসেন।


এ বিষয়ে পরিদর্শক ইমরান হোসেন জানান, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৯ লঙ্ঘনের দায়ে এমএসডি ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরোও জানান,দুই দিনে রাজবাড়ীতে মোট অবৈধ ৭টি ইটভাটা ভাঙ্গা সহ মোবাইল কোর্টে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অভিযানে পুলিশ ,আনসারের একটি টিম সহযোগিতা করে। ভবিষ্যতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com