নন্দীগ্রামে দুই ক্লিনিককে জরিমানা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১
নন্দীগ্রামে দুই ক্লিনিককে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে দুই ক্লিনিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সেবা ক্লিনিকে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে অনুমোদন ব্যতীত অপারেশন কার্যক্রম পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্লিনিক ম্যানেজার আইয়ুব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে।


এরপর নিউ মডেল ক্লিনিকেও তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পর্যাপ্ত ডিউটি নার্স না থাকা, ডাক্তার, সার্জন, অ্যানেসথেসিয়া চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে একই আইনে ক্লিনিক পরিচালক গৌতম কুমার সরকারকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।


পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন ডাক্তার ইকবাল মাহমুদ লিটন। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি এই প্রতিবেদককে বলেন, ক্লিনিক পরিচালনায় আইন মানতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মুনিরুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com