বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এসময় তিনি ৬ষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস নেন তিনি।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘন্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস নেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন এবং ক্রীড়া সামগ্রী প্রদান করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।


৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরফিন আক্তার বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।


টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, টংগুয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা।


উল্লেখ্য, চলতি বছরের ০৫ জানুয়ারি খানসামা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. কামরুজ্জামান সরকার যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নেন তিনি।


বিবার্তা/জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com