
সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রেন আগুন। আগুনে অর্ধশতাধিক রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্রজিৎ চাকমা।
তিনি বলেন, সাজেক মনটানা রিসোর্টের পেছন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ৫০টির বেশি রিসোর্ট ও রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে এসে যুক্ত হয়েছে।
বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]