
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো.শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, শরীফ প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, মহাসড়কের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পৌরসভার বিভিন্ন এলাকার জনসাধারণ।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]