শিরোনাম
কুমিল্লায় শিশু গৃহপরিচারিকাকে গরম শিকের ছ্যাঁকা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৩৫
কুমিল্লায় শিশু গৃহপরিচারিকাকে গরম শিকের ছ্যাঁকা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ইভা নামের ছয় বছরের শিশু গৃহপরিচারিকা গরম শিকের ছ্যাঁকা দিয়ে আহত করেছে গৃহকর্ত্রী রোমানা আক্তার পলি। নগরীর ১ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি মাজার সংলগ্ন মাহবুবুর রহমানের বাসায় এ নিযার্তনের ঘটনা ঘটে।


শনিবার বিকেলে নির্যাতিত শিশু ইভা বাসা থেকে পালিয়ে রাস্তায় আসলে নির্যাতনের বিষয়টি জনসম্মুখে আসে। নির্যাতিত ইভার বাবার নাম নুরু মিয়া বলে জানা গেছে। তবে শিশুটি বাড়ির ঠিকানা কেউ জানে না।


গৃহকর্ত্রী রোমানা আক্তার পলি নগরীর কালিয়াজুড়ি এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী। মাহবুবুর রহমান মেডিকো ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার।


নির্যাতিত শিশু ইভা জানায়, পলি খালা আমাকে শিক দিয়ে আগুনের ছ্যাঁকা দিয়েছে। কয়েকদিন আগে মাথায় রড দিয়ে আঘাত করেছে। আমি ওই বাসায় কাপড়-চোপড় ধোয়া ও ঘর পরিষ্কার করি। খালারা যখন বাড়ির বাইরে যায়, তখন আমাকে দড়ি দিয়ে বেঁধে যায়। আজ দড়ি ছিড়ে আমি পালিয়ে বের হয়ে এসেছি।


শিশুটিকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দা ফারুক চৌধুরী জানান, শিশুটি কাঁদতে কাঁদতে বাসা থেকে দৌড়ে বের হয়ে যাওয়ার সময় আমার মোটরসাইকেলের সামনে পড়ে। আমি মোটরসাইকেল থামিয়ে এলাকাবাসীর কাছে শিশুটিকে নিয়ে যাই।


কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহউদ্দিন জানান, শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। গৃহকর্তা-গৃহকর্ত্রী পালিয়ে গেছে।


বিবার্তা/শান্ত/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com